ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালের পরে এবার আন্না হাজারের নিশানায় নরেন্দ্র মোদি! সরাসরি মোদিকে অহংকারী বলে দিলেন আন্না। বলেন, ‘মোদি প্রধানমন্ত্রী হওয়ার অহংকারে বুঁদ হয়ে আছেন। বিগত ৩ বছরে আমি ওঁকে অন্তত ৩০টি চিঠি লিখেছি। কিন্তু উনি একটিরও উত্তর দেননি।’ আন্নার মতে, ‘এত উদ্ধত, উন্নাসিক প্রধানমন্ত্রী আগে আমাদের দেশ কখনও দেখেনি। এত অহংকার সরকার পরিচালনার কাজের পক্ষে ক্ষতিকর। শুধু আমার চিঠিই নয়, দেশের কৃষকরা যে অববর্ণীয় কষ্টের মধ্যে যাচ্ছেন, সেদিকেও দৃকপাত নেই প্রধানমন্ত্রীর।’ অবসর প্রাপ্ত কৃষকদের মাসে পাঁচহাজার করে টাকা পেনশন দেওয়ার দাবিও তোলেন আন্না।
১৬ জানুয়ারি দুর্নীতি বিরোধী এক সমাবেশে অংশ নিয়েছিলেন আন্না। সেখানে তুলোধোনা করেছিলেন কেজরিওয়ালকে। আন্না বলেন, ‘কেজরিওয়াল নিজের রাজনৈতিক আখের গোছানোর জন্য দুর্নীতিবিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন। তবে এবার আমি আশ্বাস দিতে পারি, আর কেউ গণতান্ত্রির আন্দোলন থেকে ফায়দা তুলতে পারবেন না।’
No comments:
Post a Comment