৬০০ কোটির নেতা মোদি!‌ বাড়িয়ে বলতে গেলে অমন একটু হয়!‌ - Barak Bangla News

Breaking

Jan 25, 2018

৬০০ কোটির নেতা মোদি!‌ বাড়িয়ে বলতে গেলে অমন একটু হয়!‌

বাড়িয়ে বলতে গেলে অমন একটু হয়!‌ এক তো দাভোসে ‘‌ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম’‌–এ সমানে বলে যেতে হচ্ছে, তঁার আমলে ভারতে কী ভয়াবহ উন্নতি হচ্ছে। তার সঙ্গে জানাতে হচ্ছে, কী বিপুল জনসমর্থন রয়েছে তঁার পিছনে। সেই করতে গিয়েই একটু হিসেব গুলিয়ে গেছে। বলে বসলেন, ভারতে ২০১৪ সালে‌র লোকসভা নির্বাচনে জিতিয়ে তঁাকে ক্ষমতায় এনেছেন দেশের ৩০টি রাজ্যের ৬০০ কোটি ভারতীয়‌‌!‌ সোশ্যাল মিডিয়াতে সদাই হাজির প্রধানমন্ত্রীর সেই ভুল মন্তব্য পিএমও–র টুইটার হ্যান্ডেল থেকেও প্রচার করা হয়। কিছুক্ষণ পর অবশ্য ভুলটা বুঝতে পেরে সেটা সরিয়েও নেওয়া হয়। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ১৪৭টি রি–‌টুইটের সুবাদে ভাইরাল হয়ে গেছে সেই মহা প্রমাদ। শুরুটা যদিও ভালই করেছিলেন প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক বণিক মহলের সামনে ভারতের উন্নয়নের ছবি তুলে ধরছিলেন। তঁার সরকারের ‘‌সব কা সাথ, সব কা বিকাশ’‌ নীতির প্রসঙ্গ তুলে হঠাৎ বলেন, ৩০ বছর পর ভারতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কোনও রাজনৈতিক দল। তঁার দলকে ভোট দিয়েছেন ৬০০ কোটি ভারতবাসী!‌ অথচ দেশের মোট জনসংখ্যাই ১২৫ কোটি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ৮০ কোটি নথিভুক্ত ভোটার ছিলেন, যঁাদের এক–‌তৃতীয়াংশের ভোট পেয়েছে বিজেপি। ‌‌

No comments: