এনআরসি ইস্যুতে মমতার সঙ্গে মতবিরোধ, দল ছাড়লেন আসামের তৃণমূল সভাপতি - Barak Bangla News

Aug 2, 2018

demo-image

এনআরসি ইস্যুতে মমতার সঙ্গে মতবিরোধ, দল ছাড়লেন আসামের তৃণমূল সভাপতি

Screenshot_20180802-203456_Facebook 
তৃণমূল কংগ্রেস সভাপতি দীপেন পাঠক পদত্যাগ করেছেন। এনআরসি ইস্যুতে মমতার সঙ্গে মতবিরোধের জেরেই তিনি পদত্যাগ করেছেন বলে অনুমান করা হচ্ছে। আজ হঠাত করেই তার পদত্যাগ পত্র পাঠান তৃণমূল সদর দফতরে। জানা গিয়েছে, মূলত এনআরসি নিয়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে তাতে একেবারেই খুশি ছিলেন না দীপেন। আর সেই কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত তাঁর।

এই নিয়ে  মোট তিনজন তৃণমূল নেতা পদ ছাড়লেন। এর আগে দিগন্ত সইয়া ও প্রদীপ পাচোনিও দল ছেড়েছেন। দীপেন পাঠক বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। দীপেন বলেছেন, এই অবস্থায় তৃণমূলের নেতাদের আসামে না আসার জন্য তিনি অনুরোধ করেছিলেন। কিন্তু তাঁর কথা শোনা হয়নি। মমতা আসামের বাস্তব পরিস্থিতি জানেন না। কোনও ধারণা ছাড়াই তিনি এনআরসিকে গালমন্দ করছেন।

Pages

Contact Form

Name

Email *

Message *